প্রতিদিন বীর্য ফেললে কি হয়?
October 30, 2022
0
বীর্য
বর্তমানে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা কিনা প্রতিদিন বীর্যপাত করে বা বীর্য নষ্ট করে থাকে। বিজ্ঞানিদের মতে প্রতিদিন বীর্যপাত করলে শরীরে বিভিন্ন ক্ষতিনহয়। পরবর্তীতে এই অভ্যাসের ফলে আমাদের অনেক ভোগান্তিতে ভুগতে হয়। বেশিরভাগ মানুষ হস্তমৈথুন এর মাধ্যমে প্রতিদিন বা নিয়মিত বীর্যপাত বা বীর্য নষ্ট করে থাকে।
আজকে আমরা জানবো প্রতিদিন বীর্য ফেললে কি হয় বা প্রতিদিন বীর্যপাত করলে কি হয়।
👉কি খেলে বীর্য উৎপাদন হয়
কতদিন পর পর বীর্য ফেলা উচিত
বীর্য সাধারণত মাসে ২ বার করে ফেলা উচিত কিন্তু তা হস্তমৈথুন এর মাধ্যমে নয়। সাধারণত একজন মানুষের প্রতিমাসে ২ বার করে স্বপ্নদোষ হয় আর ওই সময় আমাদের বীর্যে থাকা ময়লা এবং ক্ষতিকর পদার্থগুলো বের হয়ে যায়। হস্তমৈথুন এর ক্ষেত্রে আমাদের বীর্যের শুক্রাণু কমে যায় যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাই আমাদের নিয়মিত বা প্রতিদিন বীর্য ফেলা উচিত নয়।
প্রতিদিন বীর্য ফেললে কি হয়
ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে…
শরীর হয়ে উঠে রোগের আস্থানা
প্রস্রাবে জ্বালা পোড়া
চোখের ক্ষতি হয়
যৌনশক্তি কমে যায়
স্বরণ শক্তি কমে যায়
মাথা ব্যথা করে
শরীর দুর্বল হয়ে যায়
বিয়ের পর যা যা ক্ষতি…
বিবাহের পর স্ত্রীর সঙ্গে সহবাস করার ইচ্ছা কমে যায়
সন্তান জন্মদানে ব্যর্থ হয়
দ্রুত বীর্যপাত ঘটে যার ফলে স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয়
কিভাবে নষ্ট হওয়া বীর্য ফিরে আনা যায়
নষ্ট হওয়া বীর্য বিভিন্ন মাধ্যমে ফিরিয়ে আনা যায়। কি খেলে বীর্য উৎপাদন হয় বা বীর্য গাঢ় করার উপায় এই সম্পর্কে জেনে আসতে পারেন।
শেষ কথা:- আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রতিদিন বীর্য ফেললে কি হয় এবং বীর্য নষ্ট করার পরিনতি কি হয়।যদি কোন বিষয় না বুঝে থাজেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
(🌹ধন্যবা
Tags
Share to other apps
