সঠিক চিকিৎসার মাধ্যমে পারকিনসন্স রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব

Predeator24
0
শরীরের নার্ভের (স্নায়ু) কর্মক্ষমতা যখন ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে, তখন শরীরের গতিবিধির উপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। হাত, পা কাঁপা, শরীরের এক দিকে অসাড় ভাব, মুখের অবয়বের পরিবর্তন, চলা ফেরার ক্ষেত্রে অসুবিধে, এসবই Parkinson রোগ। সাধারণত: বার্ধক্যজনিত কারণে, এই সমস্যার সৃষ্টি হয়, তবে এই রোগ প্রাণঘাতী নয়। কিন্তু, এ রোগের কারণে, স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে ছন্দপতন ঘটে। রোগের চুড়ান্ত পর্যায়ে, দেহের ভঙ্গিমায় (body posture) পরিবর্তন আসতে পারে।
পারকিনসন রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়ার ব্যপারটি অনিশ্চিত। চিকিৎসা হিসাবে, ঔষধপত্রের পাশাপাশি, ফিজিও থেরাপি ইত্যাদির ব্যবস্থা করা হয়। এই রোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সাপোর্টিভ ট্রিটমেন্ট। বিশেষ করে, রোগীর সাথে বাড়ীর লোকজনের সদর্থক ব্যবহার খুবই গুরুত্বপূর্ন। কারণ, দৈহিক অসুবিধার পাশাপাশি মেন্টাল ট্রমা সৃষ্টি হয়। রোগের কারণে যতটুকু ক্ষতি হয়, তার চাইতেও অনেক বেশী ক্ষতি হয় মানসিক বিদ্ধস্ততার কারনে। সেজন্য, রোগীর সাথে বাড়ীর লোকজন, আত্মীয় স্বজনদের ব্যবহার এক্ষেত্রে খুবই গুরত্বপূর্ন, যাতে রোগী অসহায় বোধ না করেন। চিকিৎসকরা, এদিকটায় বিশেষ গুরুত্ব আরোপ করেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top