ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধসে নিহত অন্তত ৬০
October 30, 2022
0
ধসে পড়ার পর সেতুটি ধরে ঝুলে আছেন অনেকেছবি: এএনআই
ভারতের গুজরাটের মরবিতে একটি ঝুলন্ত সেতু ধসে নদীতে পড়ে গেছেন কয়েক শ মানুষ। এ ঘটনায় অন্তত ৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধসে পড়ার সময় সেতুটিতে আনুমানিক ৫০০ মানুষ ছিলেন। খবর এনডিটিভির।
এ ঘটনার পর জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার সময় তিনি গুজরাটে ছিলেন। সেতু ধসের পর জরুরি কর্মীদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নিয়েছেন স্থানীয় লোকজনও। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল মরবির উদ্দেশে যাত্রা শুরু করেছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংগাভি।
সেতু ধসে নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে প্রধানমন্ত্রীর ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে দুই লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি। আহত ব্যক্তিদের পরিবারপ্রতি দেওয়া হবে ৫০ হাজার রুপি। এ ছাড়া রাজ্য সরকারও হতাহতের জন্য অর্থসহায়তার ঘোষণা দিয়েছে। সহায়তা হিসেবে প্রত্যেক নিহতের পরিবার ৪ লাখ রুপি ও আহতদের পরিবার ৫০ হাজার রুপি পাবেন।
ঐতিহাসিক মরবি সেতুটি অনেক বছরের পুরোনো। সম্প্রতি সেতুটি মেরামতের পর চার দিন আগে (২৬ অক্টোবর) সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
Tags
Share to other apps
