দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যে সমস্ত মারাত্মক ক্ষতি হয়ে থাকে।
November 01, 2022
0
হযরত জাবির (রাদিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সঃ) দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন।
{ সুনানে ইবনে মাজাহ্ঃ ৩০৯ }
হযরত উমর (রাদিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূুলূল্লাহ্ (সঃ)-আমাকে দাঁড়িয়ে পস্রাব করতে দেখে বললেন, হে উমর! তুমি দাঁড়িয়ে পস্রাব করো না। এর পর থেকে আমি (আর কখনো) দাঁড়িয়ে প্রস্রাব করিনি।
{ জামে আত-তিরমিযীঃ ১২, সুনানে ইবনে মাজাহ্ঃ ৩০৮ }
দাঁড়িয়ে প্রস্রাব করা ক্ষতিকর কেন? বিজ্ঞান কি বলে?
চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দাঁড়িয়ে প্রস্রাব করলে ★★পুরুষের যে সব মারাত্মক ক্ষতি হয়.....
----------------------------------------------------------
১. দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপর কোন চাপ পড়ে না।
ফলে দূষিত বায়ু বের হতে পারে না। বরং তা উপর দিকে
উঠে যায়। ফলে অস্থিরতা বাড়ে, রক্ত চাপ বাড়ে, হৃদযন্ত্রে
স্পন্দন বাড়ে, খাদ্যনালী দিয়ে বার বার হিক্কা আসতে
থাকে।
২. দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের থলি সরু ও লম্বা হয়ে
ঝুলতে থাকে ফলে প্রস্রাবের দূষিত পদার্থগুলো থলির
নিচে গিয়ে জমা হয়। অথচ বসে প্রস্রাব করলে প্রস্রাবের
থলিতে চাপ লাগে ফলে সহজেই ওসব দূষিত পদার্থ বের
হয়ে যায়।
৩. দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে অতি সহজে পাথর সৃষ্টি
হয় ।
৪. দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের বেগ কমতে
থাকে।
৫. যারা নিয়মিত দাড়িয়ে প্রস্রাব করেন তাদের অবশ্যই শেষ
জীবনে ডায়াবেটিস, জন্ডিস, কিডনী রোগ হবেই।
৬. দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যৌন শক্তি কমতে থাকে
এবং পুরুষাঙ্গ নরম ও তেনা তেনা হয়ে যায় এবং সহজে
সোজা ও শক্ত হতে চায় না। উত্তেজনার সময় যদিও শক্ত
হয় কিছুক্ষন পর কিছু বের না হতেই তা আবার ছোট ও
নরম হয়ে যায়।
৭.দাঁড়িয়ে প্রস্রাব করলে পরিবেশ দূষিত হয়। সেই দূষিত বায়ু
আমাদের দেহে প্রবেশ করে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি
করে।
৮.দাঁড়িয়ে প্রস্রাব করলে তার ছিটা দেহে ও কাপড়ে লাগে
ফলে তা দুর্গন্ধের সৃষ্টি করে।
স্বাস্থ্য বিজ্ঞান বলে উপরোক্ত দৈহিক সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অতি অবশ্যই বসে প্রস্রাব করা উচিত।
অথচ, সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যবিজ্ঞানী আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) চৌদ্দশত বছর আগেই দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন এবং বসে প্রস্রাব করার আদেশ দিয়েছেন।
হে আল্লাহ্ তায়ালা! আপনি আমাদেকে হযরত মোহাম্মদ (স)-এর সুন্নাতসমূহ জেনে সে অনুযায়ী আমল করার তাওফিক দান করুন।
আমীন, ছুম্মা আমীন।
Tags
Share to other apps
